নতুন গ্রাফিক্স ডিজাইনদের জন্য লেখা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে
গ্রাফিক্স ডিজাইন এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। গ্রাফিক্স ডিজাইন কি সেটা আগে আমাদের জানা দরকার, গ্রাফিক্স ডিজাইন বলতে মূলত যা বুঝায় Logo, Typography, Visual arts, Banner,Photogra
গ্রাফিক্স ডিজাইনের আদি ও আসল সফটওয়্যার হচ্ছে Adobe Photoshop ও Adobe illustrator
তবে নতুনদের জন্য এগুলো শেখা অল্প-বিস্তর সমস্যা হয়ে দাঁড়ায়, সমস্যাটি হচ্ছে কোনটি আগে শেখা উচিত? Photoshop নাকি Adobe Illustrator! তবে এ দুটো টুল ছাড়াও গ্রাফিক্স ডিজাইনের আরও একটি গুরুত্বপূর্ণ টুল রয়েছে সেটা হচ্ছে Microsoft PowerPoint। ডিজাইনার হিসেবে নতুন হলে এটি দিয়ে শুরু করা উচিত!
#Microsoft_Powe
Microsoft PowerPoint মানে শুধু প্রেজেন্টেশান স্লাইড বানানো নয়। মজার বিষয় হচ্ছে এটি দিয়ে লোগো, ব্যানার, পোষ্টার, আইকন, ইনফোগ্রাফিক সহ বিভিন্ন রকম আকর্ষণীয় ডিজাইন করা যায়। এই সম্পর্কে আমাদের অনেকের কোন ধারনা নেই। Adobe Photoshop এবং Adobe Illustrator ডাউনলোড করা থেকে শুরু করে ইন্সটল করা পর্যন্ত অনেক ঝামেলায় পড়তে হয় নতুনদের। আর নিম্ন মানের পিসিতে তো ইন্সটল করাতেই বিপত্তি। আর যদি কোনরকমভাবে ইন্সটল করাও যায়, তা ওপেন হতে হতে দিন শেষ । সেক্ষেত্রে PowerPoint ইন্সটল করা সহজ ও যেকোনো নিম্নমানের পিসিতে খুব সহজেই চালানো যায়।
সুতরাং নতুন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে PowerPoint শেখা সহজ হবে। যা পরবর্তী ধাপে এগিয়ে নিতে সাহায্য করবে।
#Adobe_PhotoSho
এই টুলসটি মূলত Photo editing, Photo Manipulation, Movie Poster, Web psd design, UX/UI design, Book Cover Design আরো অনেক কিছু করা যায় । এটির ফিচার অনেক বেশি থাকায় এখানে কাজ করা সুবিধা।
Adobe PhotoShop- এর অনেক ভার্সন থাকায় নতুন দের একটা সমস্যা হয়, যে কোন ভার্সনে তারা কাজ করবে , আমার মতে যেকোন সফটওয়্যার নতুন ভার্সন নিয়ে কাজ করা উচিত। বর্তমানে Adobe PhotoShop এর নতুন ভার্সনটি হচ্ছে Adobe PhotoShop cc 2019। শিখতে পারলে এটি খুব সহজ। তাই সহজ এই টুলসটি আরও পরিপাটি করে শিখতে চাইলে সাহায্য নিতে পারেন..
#Adobe_Illustrator
গ্রাফিক্স ডিজাইনের অ্যাডভান্স লেভেল টুল। এটি দিয়ে Photo editing বাদে সব কিছু করা যায়। এই টুলটির মাধ্যমে সবচেয়ে বেশি Logo & Typography ডিজাইন করা হয়। AI’র মুল কাজ হচ্ছে শেপ(Shape) এবং গ্রাফ(Graph) নিয়ে কাজ। অ্যাডভান্স লেবেলের হওয়ায় নতুন হিসাবে কাজ করা বেশ কঠিন তবে উপরোল্লিখিত টুলস গুলোতে অভিজ্ঞতা অর্জন করে আসে তাহলে এটি সহজ বস্তু মনে হবে।
গ্রাফিক্স ডিজাইন এই কাজটি অনেক ধৈর্য ধরে করতে হয় যদি আপনি ধৈর্য ধরে সামনে আগাতে থাকেন তাহলে অবশ্যই অনেক কিছু অর্জন করতে পারবেন। আমি অনেক কে দেখছি যারা কিছু দিন কাজ করার পর ধৈর্য হারা হয়ে যায়।
আপনি শুধু ফটোশপ দিয়ে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ এটাই সম্ভব।
No comments:
Post a Comment